আওয়ার ইসলাম: বিজেপি সরকারের মদপুষ্ট হিন্দুত্ববাদী উগ্র সংগঠন আর এসের নেতৃত্বে ভারতের দিল্লিতে মুসলমানদের উপর নির্যাতন ও মসজিদ হামলার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে থেকে পল্টন মোড় পর্যন্ত জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন যে, ভারতবর্ষ মুসলমানদের নেতৃত্বে ইংরেজ মুক্ত করা হয় আজ সেই মুসলমানদেরকে ভারত সরকার স্বদেশ থেকে তাড়িয়ে দিতে চায়। বিজিপি সরকার ভারতকে হিন্দুত্ববাদি রাষ্ট্রি প্রতিষ্ঠা করতে চায়। এন আর সির নামে মুসলমান নিধনে মরিয়া হয়ে উঠেছে। বক্তারা বলেন মুজিববর্ষে এই রক্তপিপাসু খুনি নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।
বক্তারা আরো বলেন এই এন আর সি বাংলাদেশের স্বাধীনতার সার্বোভৌমত্বের জন্য হুমকি স্বরুপ। ইতোমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন সিমান্তের অপার থেকে শত শত মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বক্তারা সেতুমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন স্বাধীনতার পর থেকে আমারা ভারতকে অনেক কিছু দিয়েছি। তাদের সব চাওয়া বাংলাদেশ পূরণ করেছে।
কিন্তু সম্প্রতি দিল্লিতে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে , মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটানো হয়েছে। এতে বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।তাই মজিববর্ষের অনুষ্ঠানের আসার যোগ্যতা হারিয়ে ফেলেছে।এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান, মাওলানা আবু সাঈদ, মাওলানা তোফায়েল গাজালি, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা নিজাম উদ্দীন আল আদনান প্রমুখ নেতৃবৃন্দ।
-এটি