আওয়ার ইসলাম: ভারতের দিল্লিসহ বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপর চালানো সহিংসতা, মসজিদে অগ্নিসংযোগ, মুসলমানদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে পৃথক তিন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) তিন জেলার ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এদিন সকালে নগরীর টাউনহলের সামনে সদর রোডে বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ এবং তার সফর বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে বক্তারা ভারতের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে এই ঘটনায় বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাতিলের দাবি জানানো হয়। এ সময় বক্তারা ভারতে মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
এতে বক্তৃতা দেন মাহমুদিয়া মাদরাসার মুহকামিম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা শামছুল আলম প্রমুখ।
এদিকে কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ আছরের পর বড় বাজার মসজিদ চত্বর থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড় শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে আলেম ওলামাসহ সর্বস্তরের হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
বৃহত্তর কুষ্টিয়া ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদ নেতা মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মমিনুল ইসলাম, মাওলানা ইলিয়াস শাহ, মাওলানা আব্দুল হাকিমসহ জেলার ওলামায়ে কেরামবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের দিল্লিতে সম্পূর্ণ অন্যায়ভাবে মুসলমানদের ওপর হামলা করা হচ্ছে, মসজিদে আগুন দেয়া হচ্ছে, বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে। এই নির্যাতন বিশ্বের কোনো মুসলমান সহ্য করবে না। বক্তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠি সে দেশের সাম্প্রদায়িক সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমানদের উপর জুলুম নির্যাতনের নীলনকশা তৈরি করেছে।
বক্তারা আরও বলেন, ভারতের মুসলমানদের অবস্থা এখন খুবই নাজুক, বিভিন্ন এলাকার মসজিদের মিনারে উঠে মাইক ভেঙে ফেলা হচ্ছে, হনুমানের ছবি ও পতাকা বসিয়ে দেয়া হচ্ছে। চোখে অ্যাসিড দিয়ে মুসলমানদের পুড়িয়ে মারা হচ্ছে। বক্তারা বলেন, মোদি মানবতা, ইসলাম ও বাংলাদেশের দুশমন। সারা দেশের মানুষ মোদিকে বাংলাদেশে আসতে দিতে চায় না। নির্যাতনকারী মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। যেকোনো মূল্যে মোদিকে প্রতিহত করা হবে। জনগণ দলমত নির্বিশেষে মোদির আগমন প্রতিহত করবে।
সমাবেশ থেকে মোদিকে বাংলাদেশের প্রবেশের অনুমতি না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে সিলেটের ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগন্জের উদ্যোগে দিল্লিতে মুসলমানদের প্রতি নগ্ন হামলা, মসজিদ পুড়ানো ও মুসলমানদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় ৪৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এর ভেতরেই মুজিববর্ষে বাংলাদেশের অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
-এএ