আওয়ার ইসলাম: পাইকারি ও খুচরা (গ্রাহক) দুই পর্যায়েই বিদ্যুতের দাম আবার বাড়ানো হয়েছে। পাইকারিতে প্রতি ইউনিট ৪ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১৭ পয়সা আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিট ৬ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে। এই হিসাবে পাইকারিতে বেড়েছে ৮.৪ ভাগ আর খুচরায় বেড়েছে ৫.৩ ভাগ। আগামী মার্চ মাস থেকে বিদ্যুতের নতুন এই দাম কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, রহমান মুরশেদ, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান।
বর্তমান সরকারের আমলে এর আগেও কয়েক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম। সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫.০৩ শতাংশ বাড়ায় সরকার, যা ডিসেম্বর থেকে কার্যকর হয়।
গেল বছরের মাঝামাঝিতে গ্যাসের দাম বাড়ানোর দুই মাসের মাথায় বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর জন্য বিতরণ কোম্পানিগুলো বিইআরসিতে প্রস্তাব পাঠাতে শুরু করে। এসব প্রস্তাবের ওপর গত ২৮ নভেম্বর গণশুনানি হয়। ওই গণশুনানির তিন মাস পূর্ণ হওয়ার মুখে নতুন এই দাম বৃদ্ধির ঘোষণা এল।
-এটি