আওয়ার ইসলাম: কেরানীগঞ্জে অপহরণের পর এক মাদরাসা শিক্ষার্থীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তারই সহপাঠীর বিরুদ্ধে।
আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রতনের খামারের এলাকা থেকে ঘটনার চারদিন পর, মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের সহপাঠী চাঁন মিয়া মাদরাসার ছাত্র ফাহিম ও তার বন্ধু সাজ্জাদকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তার পরিবার।
গত সোমবার বাসা থেকে মাদরাসায় যাওয়ার পর অপহরণের শিকার হয় মোকসেদুল। নিহত মোকসেদুলের মা মমতাজ বেগম বলেন, আমার কাছে দুই কোটি টাকা চেয়েছে। আমি জানতে চেয়েছি, কোথায় টাকা দিব। এত টাকা দিতে পারবো না। একটু কম করে নেও। আমার বাড়ি বিক্রি করে আমি টাকা দিব।আমার সন্তানের কোন খতি করবা না।
ছেলের এমন নৃশংস হত্যার ন্যায় বিচার চেয়ে নিহতের বাবা মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, 'আমার ছেলেকে তো আর পাব না। আমার ছেলে কি অপরাধে মারা গেল, আমি সেটা জানতে চাই।আমি সেই বিচারটা দেখতে চাই।'
মুক্তিপণ আদায়ের আগেই মোকসেদুলকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া বলেন, হত্যার কারণ মুক্তিপণ বলে মনে হয়।বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা দেয়া হয়েছে। এই টাকা এবং মোবাইল ফোনের সূত্র ধরে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
-এএ