আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে ভিসা হওয়ায় সৌদি যেতে পারছেন না ১০ হাজার বাংলাদেশী ওমরা হজযাত্রী। ইতোমধ্যে ৫ হাজার হজযাত্রী বিমানের টিকেটও কেটে ফেলেছেন। তাদের টিকিটের ৯ কোটি টাকা ফেরতের বিষয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা করা হবে বলে জানান হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। তবে হোটেল ও ভিসার টাকা মিলে ৩০ কোটি টাকা, যা ফেরত পাওয়া যাবে না বলেও জানানো হয়।
তিনি বলেন, ১০ হাজার হজযাত্রী সৗদি আরবে যেতে পারছেন না। এ কারণে ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন ওমরাযাত্রীরা এবং হজ এজেন্সির মালিকরা।
তিনি আরও বলেন, প্রায় ৫ হাজার যাত্রী বিমানের টিকিট কেটেছেন। এ বাবদ প্রায় ২০ কোটি টাকা খরচ করেছেন তারা। এর বাইরে সৌদি আরবে বাসা ভাড়া এবং ভিসা ফি বাবদ প্রায় ৩০ কোটি টাকা খরচ করেছেন। বিমানের টিকিট বিমানের টিকেটের টাকা ফেরত আনার জন্য সংশ্লিষ্ট এলাকার সাথে যোগাযোগ করছি। কিন্তু ভিসা ও বাসাভাড়া বাবদ যে টাকা খরচ হয়েছে সেগুলো কোনোভাবে ফেরত আনা সম্ভব হবে না।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনের বাসিন্দা। এই ভাইরাসে মারা যাওয়া দুই হাজার সাতশোরও বেশি মানুষও চীনা নাগরিক। আর মধ্যপ্রাচ্যে এই ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইরান।
-এএ