আওয়ার ইসলাম: মারকাযুদ দাওয়া বাংলাদেশের প্রধান মুফতি আবুল হাসান আব্দুল্লাহ বলেছেন, সামাজিক অপরাধ দমনে মুসলমানদের কুরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। একারণে দেশের প্রান্তে প্রান্তে কুরআন-হাদিসের দুর্গ কায়েম করা জরুরি। সামাজিক অবক্ষয় রোধে কুরআন হাদিসের শিক্ষার বিকল্প নেই।
আজ বুধবার সাভারের সুগন্ধা হাউজিংয়ে মারকাজুত তারবিয়াহরবিয়া বাংলাদেশের নিজস্ব ভবন ও মসজিদে উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ইসলামি ঘরানার লেখকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুফতি আবুল হাসান আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মালেক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, কারী আহমদ বিন ইউসুফ আল আযহারী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ।
এছাড়াও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বড় ছেলে লিখিত আরবি বক্তব্য প্রদান করে। এতে মারকাজুত তারবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়।
মাওলানা আব্দুল মালেকের সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
-এটি