মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বিএসএফ’র হয়রানির প্রতিবাদে বেনাপোল বন্দরে রফতানি বাণিজ্য বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে কর্মরত সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিদের নানাভাবে হয়রানির প্রতিবাদে সকল ধরনের আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বুধবার সকাল থেকে এ কার্যক্রম বন্ধ থাকে। তবে পণ্য লোড ও আনলোড স্বাভাবিক গতিতে চলছে।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে কোন পণ্য আমদানি হওয়ার সময় বাংলাদেশি সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিরা ভারতের পেট্রাপোল সিএন্ডএফ অফিসে গিয়ে আমদানি সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসে। একইভাবে ভারতীয়রাও বেনাপোল চেকপোস্টে এসে রপ্তানিকৃত পণ্যর ডকুমেন্টস নিয়ে যায়। এ নিয়ম দু’দেশের ব্যবসায়ীদের সুবিধার্থে দীর্ঘদিন ধরে চলে আসছে।

কিন্তু হঠাৎ করে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিএসএফ দু’দেশের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিদের যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। ফলে আমদানি রফতানি সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আনা-নেয়া করতে না পারায় কোন পণ্যের গেট পাশ করা সম্ভব হয়নি। গেট পাশ না হওয়ায় দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

তিনি আরও জানান, সোমবার গেট পাশ করা পণ্যবাহী ট্রাকগুলি গতকাল পর্যন্ত বেনাপোল বন্দরে আমদানি হয়ে আসে। তবে আজ সকাল থেকে আমদানি-রফতানি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বিএসএফ কর্তৃক এ ধরনের হয়রানির প্রতিবাদে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

এদিকে আমদানি রফতানি বন্ধ থাকার কারণে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই পচনশীল পণ্য ও বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ