আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের মসজিদুল আকবর কমপ্লেক্সের আওতাধীন মসজিদুল আকবরের পুননির্মাণ মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল (২৭ ফেব্রুয়ারি)।
সেদিন সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মসজিদুল আকবর কমপ্লেক্সের শিক্ষক হেদায়েতুল্লাহ।
জামিআ আকবর কমপ্লেক্সের মহাপরিচালক মুফতি দিলাওয়ার হোসাইনের সভাপতিত্বে উক্ত পুননির্মাণ মাহফিল বাস্তবায়িত হবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আল হাইয়াতুল উলয়ার কো চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম মহাসচিব মুফতি মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা আবুল বাশার নোমানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া-সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
-এএ