সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বাংলাদেশে নির্মিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত যুব মজলিসের সভাপতি ও রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (সাত মসজিদ) শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের উদ্যোগে ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের নামে বাংলাদেশেও নির্মিত হচ্ছে বাবরি মসজিদ।

প্রায় তিনবিঘা জমির ওপর ‘জামিয়াতুত তারবিয়াহ-কলাতিয়া কেরানীগঞ্জে’ এই মসজিদটি নির্মিত হবে। এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টা থেকে ‘জামিয়াতুত তারবিয়াহ-কলাতিয়া কেরানীগঞ্জে’ ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (সাত মসজিদ) শাইখুল হাদিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে এ মহাসম্মেলনে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর),  অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী।

এছাড়াও আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা সাখাওয়াত হোসেন রাজী ও মাওলানা হামিদ জাহেরী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ