মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

বাংলাদেশে নির্মিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত যুব মজলিসের সভাপতি ও রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (সাত মসজিদ) শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের উদ্যোগে ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের নামে বাংলাদেশেও নির্মিত হচ্ছে বাবরি মসজিদ।

প্রায় তিনবিঘা জমির ওপর ‘জামিয়াতুত তারবিয়াহ-কলাতিয়া কেরানীগঞ্জে’ এই মসজিদটি নির্মিত হবে। এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টা থেকে ‘জামিয়াতুত তারবিয়াহ-কলাতিয়া কেরানীগঞ্জে’ ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (সাত মসজিদ) শাইখুল হাদিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে এ মহাসম্মেলনে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর),  অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী।

এছাড়াও আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা সাখাওয়াত হোসেন রাজী ও মাওলানা হামিদ জাহেরী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ