আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাত দিনের মধ্যে মশা পুরোপুরি নিধন করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ডিএসসিসির ঝুঁকিপূর্ণ চিহ্নিত এলাকা থেকে আগামী ৭ দিনে মশক নিধন অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে মশা পুরোপুরি নিধন করা হবে। এ সময় নাগরিকদের সচেতন হওয়া, নিজ বাড়ি, বাসার আঙিনা এবং আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগান মাঠে এডিস মশার উৎস নির্মূলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সপ্তাহব্যাপী স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধনের পর এ কথা জানান তিনি।
সাঈদ খোকন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ডিএসসিসির ৫, ৬, ১১, ১৭, ৩৭ এবং ৪২ নম্বর এই ছয়টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই এলাকাগুলোকে ঝুঁকি মুক্ত করতে আগামী এক সপ্তাহ বা সাত দিনের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের মশক কর্মী ও পরিচ্ছন্ন পরিদর্শকরা প্রত্যেক বাসা পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করবেন এবং অধিবাসীদের মশার লার্ভা ধ্বংস করার কৌশল শিখাবেন। এরপর কেউ সচেতন না হলে এবং জনস্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর অবস্থা সৃষ্টি হলে ম্যাজিস্ট্রেট দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সপ্তাহব্যাপী এই বিশেষ কার্যক্রম চালানোর পর পুনরায় আবার জরিপ চালাতে সংশ্লিষ্ট দপ্তরকে আহ্বান জানানো হবে। পরে তাদের দেয়া ফলাফলের ওপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন মেয়র সাঈদ খোকন।
-এএ