সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

করোনা নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে কিছু অতি উৎসাহী লোক গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ শনিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআরের প্রতিদিনের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, চীন ফেরত মানেই কোভিড-১৯ আক্রান্ত নন। কিছু অতি উৎসাহী লোক এ ভাইরাসটি নিয়ে বাড়াবাড়ি করছেন, গুজব ছড়ানোর চেষ্টা করছেন। এমনকি চীন থেকে দেশে আসা ভাড়াটিয়াকে বাসায় ঢুকতে দেননি বাড়িওয়ালা- এ ধরনের ঘটনাও ঘটেছে।

বেনাপোল কাস্টমস কমিশনার ফেসবুকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের যে স্ট্যাটাস দিয়েছেন, সেটি প্রসঙ্গে ফ্লোরা বলেন, ওই ব্যাক্তিকে সন্দেহ করা হয়েছিল। কিন্ত তাই বলে তার গোপন তথ্য এভাবে প্রকাশের ঘটনায় পুরো সংস্থা বিব্রত। কাস্টমস কমিশনারের এমন স্ট্যাটাসের ফলে ওই ব্যক্তিকে বিভিন্নভাবে হেনস্তা হতে হয়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, এটি খুবই সিরিয়াস বিষয়। তাই এটিকে হালকাভাবে না নিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। গুরুত্বপূর্ণ পদে থাকা কারো কাছ থেকে এ ধরনের আচরন কাম্য নয়। এটি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।

আবুধাবিতে একজন বাংলাদেশি নাগরিক ভাইরাসে আক্রান্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তির বয়স ৪০ থেকে ৪১ বছর। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত পাঁচ বাংলাদেশির বিষয়ে ফ্লোরা বলেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এছাড়া বাকিদের অবস্থা স্থিতিশীল আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ