সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক

বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় দুই পক্ষের বিরোধের জের ধরে এক বিএনপি কর্মীকে চলন্ত বাস থেকে নামিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের বড় ভাইকেও মারাত্মকভাবে জখম করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার পাকুড়তলায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি কর্মীর নাম আপেল মাহমুদ (৩৫)। তিনি বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং ওই ইউনিয়নের সক্রিয় বিএনপি কর্মী। আর তার বড় ভাই আল মামুন গোকুল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক এক সভাপতির বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আপেল মাহমুদ ও তার বড় ভাই মামুন বাসে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। বাসটি পাকুড়তলা এলাকায় পৌঁছালে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ও তার সহযোগীরা বাসটি থামিয়ে দুই ভাইকে টেনে-হেঁচড়ে নামিয়ে আনে।

অসংখ্য মানুষের সামনে তাদের পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই আপেল মারা যান। তখন স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ বিপুল বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি মিজানুর রহমানের সহযোগী সনি খুন হন। সেই হত্যা মামলার অন্যতম আসামি মামুন। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে বিরোধ আরো বেড়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ