সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়?

খালেদা জিয়ার বন্দীদশা নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়ার বন্দীদশা নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন।

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য ও তাকে মুক্ত করা নিয়ে বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতাদের মধ্যেই মতভেদ রয়েছে। তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেই এবং তার অসুস্থতাকে পুঁজি করেই তারা রাজনীতিটা করতে চায়। তারা বেগম জিয়ার মঙ্গল চায় না।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, ‘মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি প্যারোলে মুক্তি নিয়ে কোনো কথা বলেননি। খালেদা জিয়ার পরিবার বলছে, বেগম জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে’।

মির্জা ফখরুলের বিভিন্ন মন্তব্য তুলে ধরে বলেন, একবার তিনি বলেন আইনের মাধ্যমে মুক্তি লাভ করতে চান। আবার বলছেন, আন্দোলনের মাধ্যমে তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির এ মতভেদ স্পষ্ট বোঝাচ্ছে বিএনপি খালেদা জিয়ার মুক্তি তারা চায় না। বরং এ নিয়ে রাজনীতি করতে তারা বেশি স্বাচ্ছন্দবোধ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ