বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া রহস্যময় তালেবান নেতা মোল্লা ওমর, যাকে যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ গোপন নথিতে স্ত্রীকে লেখা শায়েখ উসামা বিন লাদেনের চিঠি ও মুসলিম রীতিতে দাফনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

কাদিয়ানিদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান আল্লামা আহমদ শফির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানিদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে হেফাজত ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সাত বিভাগে সম্মেলন করে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। তারপর ঢাকায় মহাসমাবেশ করে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হবে।

আজ শনিবার যশোর ঈদগাহ মাঠে আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদরাসার ২৫ সালা দস্তারবন্দী ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা শফি বলেন, কাদিয়ানিরা কাফের। তারা ইসলামের নামে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য তাদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন হবে। প্রয়োজনে মুসলমানদের শহিদ হওয়ার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, কাদিয়ানিরা মুসলমান নয়। তাদের সঙ্গে কোনোভাবেই আত্মীয়তার সর্ম্পক করা যাবে না। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীদের মতো তাদের থাকতে হবে। মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না।

হেফাজতে ইসলামের আমির বলেন, ‘দেশের সকল বিভাগে সফর করছি। সফর শেষে ঢাকায় সব বিভাগের লোকজন নিয়ে হাজির হবো এবং প্রধানমন্ত্রীকে বলব, তুমিও তো মুসলমান। আমরা তোমাকে জানাতে এসেছি গোলাম আহমেদ কাদিয়ানিরা মুসলিম নয়। এদের সাথে আত্মীয়তা করা যাবে না। মুসলিমের কবরস্থানে তাদের দাফন হয়ে থাকলে লাশ তুলে নদীতে ভাসিয়ে দিতে হবে।’

আল্লামা শফী আরও বলেন, ‘আমাদের নবী হযরত মোহাম্মাদ (সা.) এর পর কোনো নবী আসবে না। তিনি শেষ নবী। অথচ কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না। গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করে। ফলে তারা ও তাদের অনুসারীরা কাফের।’

এর আগে দড়াটানা মাদরাসা থেকে গত ২৫ বছরে দাওরায়ে হাদিস ডিগ্রি অর্জনকারী ৬০০ শিক্ষার্থীকে দস্তরবন্দি তথা পাগড়ি প্রদান করেন আল্লামা শাহ আহমদ শফী।

দড়াটানা মাদরাসার প্রিন্সিপাল ও জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কওমি বোর্ডের সহসভাপতি আব্দুর রহমান হাফেজি, খুলনা দারুল উলুম মাদরাসার মুহাতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নাসিরুল্লাহ, যশোর রেলস্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী, দড়াটানা মাদরাসার নির্বাহী বোর্ডের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান ও জেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

দড়াটানা মাদরাসায় ইসলামি শিক্ষার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস চালুর ২৫ বছর পূর্তি উপলক্ষে ঈদগাহ ময়দানে দু’দিনের দস্তরবন্দী সম্মেলনের আয়োজন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ