আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে চীনে আটকা পড়া বাকি বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক।
গতকাল শুক্রবার চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনের সময় গণমাধ্যমকে তারা এ কথা বলেন। যদিও এর আগে পররাষ্ট্রমন্ত্রী তাদের ফিরিয়ে আনার বিষয়ে অপরাগতার কথা বলেছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। চাইলেই সবাইকে একসঙ্গে নিয়ে আসা যাবে না। ইতোমধ্যে ৩১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভালো খবর হচ্ছে তাদের কারো মধ্যেই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
তিনি বলেন, ১৪ দিনের পর্যবেক্ষণে থাকা এই ৩১২ জনের আজকের মধ্যেই নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার কথা। ক্যাম্প খালি হওয়ার পর অন্যদেরকে নিয়ে আসা যাবে।
ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে অনেক মানুষ মারা যাচ্ছে। তা নিয়ে পুরো বিশ্ব উদ্বিগ্ন। সেখানে এখনো অনেক বাংলাদেশি আটকা পড়ে আছেন। তারা দেশে ফিরতে চায়। সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে। খুব শীঘ্রই তাদেরকেও দেশে এনে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে সিঙ্গাপুর প্রবাসী চার বাংলাদেশি ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত চীনে থাকা কোনো বাংলাদেশি ভাইরাসে আক্রান্ত হয়নি।
-এএ