মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

ভৈরবে দেশের ৩ সর্বজন শ্রদ্ধেয় ইসলামি ব্যক্তিত্বের স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্বজন শ্রদ্ধেয় ইসলামি ব্যক্তিত্ব এবং কওমী অঙ্গণের শীর্ষ মনীষী শাইখুল হাদীস আল্লামা অশরাফ আলী রহ., শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ., আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৩টায় ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া ফাতেমা রমজান সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শাইখুল হাদীস মাওলানা ইমদাদুল্লাহ, প্রধান আলোচক হিসেবে থাকবেন- ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদীস, মাওলানা মামুনুল হক।

এছাড়াও আলোচনা করবেন- জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শাব্বীর আহমদ রশীদ, জামিয়া ইউনুছিয়া, বি-বাড়ীয়ার মুহাদ্দিস মুফতি আব্দুর রহীম কাসেমী, আওয়ার ইসলাম টোয়েন্টি ফোরের সম্পাদক মাওলানা হুমায়ুন আইউব, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তাহফীমুল হক, মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ, হাফেজ মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা মুহাম্মদ আব্দুন নূরসহ অনেক উলামায়ে কেরাম।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন- ভৈরব জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ জামালুদ্দীন। সার্বিক পরিচালনা করবেন- ভৈরবের আল কুরআন একাডেমির প্রধান পরিচালক মাওলানা আতাউল্লাহ আমীন।

 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ