বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া রহস্যময় তালেবান নেতা মোল্লা ওমর, যাকে যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ গোপন নথিতে স্ত্রীকে লেখা শায়েখ উসামা বিন লাদেনের চিঠি ও মুসলিম রীতিতে দাফনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল

মুসলিমদের আচার-আচরণে মুগ্ধ হয়ে ছেলে ও মায়ের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে শ্রী নারায়ণ কুমার নামে এক ব্যক্তি ও তার মা প্রতিমা রানী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নারায়ণ যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের মৃত শ্রী গণেশ বিশ্বাসের ছেলে।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করে তাঁর নাম রাখা হয়েছে মোঃ নূর ইসলাম। এবং তাঁর মায়ের নাম রাখা হয়েছে মোসা. ফাতেমা বেগম।

২০১৯ সালের ৩১ অক্টোবর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট/নোটারি পাবলিক ঢাকায় হাজির হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণের হলফনামায় স্বাক্ষর করেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন, গত ২০১১ সালের ২০ সেপ্টেম্বর সনাতন ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে আমার পূর্বের নাম শ্রী নারায়ণ কুমার পরিবর্তন করে মোঃ নূর ইসলাম এবং মায়ের সনাতন ধর্মের নাম প্রতিমা রানী পরিবর্তন করে মোসাঃ ফাতেমা বেগম গ্রহণ করিয়াছি।

ইসলাম ধর্ম গ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘আমি সাবালক। মুসলমানদের সঙ্গে চলাফেরা এবং তাদের সঙ্গে ওঠা-বসায় তাদের আচার-আচরণে মুগ্ধ হয়ে এবং ইসলাম ধর্মের বিধি-বিধানের প্রতি আকৃষ্ট হয়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করি। অন্যের বিনা প্ররোচনায়, স্বেচ্ছায় স্বজ্ঞানে আমি ইসলাম গ্রহণ করি।’

তাঁর জাতীয় পরিচয়পত্র নং ২৬২৭২০৬৬৪৮২৯১। নূর ইসলাম বর্তমানে ঢাকা জেলার সাভার থানার রাজাবাড়ি গ্রামের ২৮ নং বাড়িতে বসবাস করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ