মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


রংপুরে চীনফেরত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত নয়: আইইডিসআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, চীন ফেরত যে যুবক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার দেহে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব নেই।

গতকাল রোববার রাজধানীর মহাখালীর আইইডিসিআরের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই যুবককে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একটি আলাদা ওয়ার্ডে রাখা হয়েছিল। তার জ্বর কিংবা কাশি কোনোটিই ছিল না। তবে তার শ্বাসকষ্ট ছিল। পরীক্ষা করে দেখা গেছে, তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নেই। তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো।

সেব্রিনা ফ্লোরা আরও বলেন, তার শরীর থেকে নমুনা আনা হয়েছে। সেগুলো নিয়ে আরো পর্যবেক্ষণ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ