বেলায়েত হুসাইন: ভারতের প্রথিতযশা আলেম ও জামিয়া ইসলামিয়া হাতুড়ার মুহাদ্দিস মুফতি ওবায়দুল্লাহ আস’য়াদির আগমনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরস্থ মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া ঢাকায় এক বিশেষ মুহাজারা (লেকচার) অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ৯ ফেব্রুয়ারি ) সকাল ৭টায় ইসলামি গবেষণার উচ্চতর এই প্রতিষ্ঠানটির হলরুমে মুহাজারা অনুষ্ঠিত হয়।
তাখাসসুসের শিক্ষার্থীদের ইখলাস ও শিষ্টাচার বিষয়ে সময়োপযোগী মুহাজারার উপস্থাপন করেন বহু মৌলিক গ্রন্থ প্রণেতা ভারতের প্রবীণ আলেম মুফতি ওবায়দুল্লাহ আস’য়াদি।
দুই ঘন্টাব্যাপী মুহাযারা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলুম মাদরাসা, মিরপুর-১৩ এর মুহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ।
মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া ঢাকা-এর পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমির সভাপতিত্বে মুহাযারায় আরও উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল আজিজ, মুফতি ইউনুস কাসেমি, মুফতি জাকারিয়া ও মাওলানা ফরিদুর রহমান প্রমুখ।
-এএ/আরএম