মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


আজহারীকে কেন গ্রেপ্তার করা হয়নি, সংসদে মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে কেনো গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন রাখেন।

সাংসদ রাশেদ খান প্রশ্ন রেখে মেনন বলেন, সম্প্রতি আইসিটি আইনে শরিয়ত বাউলকে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হয়েছে। অথচ যুদ্ধাপরাধী সাঈদীর পক্ষে কথা বলা মিজানুর রহমান আজহারীকে নির্বিঘ্নে দেশ ছেড়ে চলে যেতে দেয়া হয়েছে। আইসিটি আইনে তাকে কেনো গ্রেপ্তার করা হলো না?

তিনি বলেন, রাষ্ট্র অতীতের মতো ফের মৌলবাদকে পৃষ্টপোষকতা দিচ্ছে না তো? তা না হলে আজহারী দেশ ছেড়ে যেতে পারতো না। হেফাজত আবার নতুন করে সমর্থন প্রত্যাহারের হুঙ্কার দিতে পারে না। জামাত-হেফাজতরাই কিছুদিন পর পাকিস্তানি কায়দায় ব্লাসফেমি আইন প্রণয়ন করতে বলবে।

তিনি আরো বরেন, বঙ্গবন্ধু দেশে ধর্মনিরপেক্ষতার মূলনীতি উপহার দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ধর্ম রাজনীতি, ধর্মীয় বিভাজন এগুলোর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইউটিউবে প্রচারিত ধর্মীয় উম্মাদনা সৃষ্টি ও বিভাজনের কিছু বক্তব্য পেন-ড্রাইভের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন জানিয়ে এই সাংসদ বলেন, সেসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা জানা নেই। গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মৌলবাদিদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই তারা আক্রমণ করতে পারে।

ওয়ার্কাস পার্টির সভাপতি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে একমুখী শিক্ষার নামে মাধ্যমিক শিক্ষা ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছিল। বিজ্ঞান, গণিতকে পেছনে ঠেলে দিয়ে তারা ধর্ম ও ব্যবসাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিল। বর্তমান সরকারের আমলে এ ধরনের পিছুটান হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ