সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


মারকাযুত তারবিয়াহ উদ্বোধন আগামী ২৬ ফেব্রুয়ারি, থাকবেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক>

বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর হাতে গড়া প্রতিষ্ঠান মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের উদ্বোধন আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার)।

২০১৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন উদ্বোধন করবেন আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী। এছাড়াও সেদিন ‘মসজিদু আবিল হাসান আব্দুল্লাহ’ ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।

ওলামা-মাশায়েখের স্নেহধন্য আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মাদরাসা ও মসজিদ উদ্বোধন উপলক্ষে সেদিন সাভারের সুগন্ধা হাউসিং ধন্য হবে দেশের শীর্ষস্থানীয় ওলামা কেরামের পদধূলিতে।

দেশের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত থাকবেন- দেশের প্রখ্যাত আলেম ও হাদিস বিশারদ মাওলানা আব্দুল মালেক, কাপাসিয়া হযরত নামে খ্যাত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মারকাজুদ দাওয়াহ’র প্রধান মুফতি- আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামেয়া রাহমানিয়ার শাইখুল হাদিস ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক।

একটি পূর্ণাঙ্গ দীনী মারকায কায়েমের সুদূরপ্রসারী ভাবনায় মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এই মাদরাসার নির্মাণকাজ শুরু করেছেন। তার বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে সাভার, হেমায়েতপুরে অবস্থিত আলমনগরের নিরিবিলি মনোরম পরিবেশে ধীরে ধীরে এগিয়ে চলছে আটতলা বিশিষ্ট মারকাযের নির্মাণ কাজ।

মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ দেশের অন্যান্য যেকোনো প্রতিষ্ঠান থেকে একটু আলাদা হবে বলে আশা ব্যাক্ত করেন মাদরাসা কর্তৃপক্ষ।

তবে আপাতত আধুনিক ও যুগোপযোগী মক্তব, আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ, তাখাসসুস তথা উচ্চতর গবেষণা কেন্দ্র চালু থাকবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তারা।

প্রতিষ্ঠানটি নিয়ে স্বপ্ন দেখছেন, দিনরাত প্ররিশ্রম করছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মারকাজুত তারবিয়া বিষয়ে তিনি বলেন, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। এখান থেকে যেন জাতি ইলমী এবং রুহানি খোরাক পায় সেটাই আমাদের মূল লক্ষ্য।

‘আমাদের তাখাসসুস বিভাগটিকে সুসজ্জিত করতে চাই। আন্তর্জাতিক মানের ফিকাহ গবেষণাগার, ইলমুত তাফসির, ইলমুল আদব (আরবি ও বাংলা), সর্বোপরি উলূমুল হাদীসের উপর জোরদার মেহনত করার ইচ্ছা আমাদের।’

তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে যেন আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন বের হয়, আন্তর্জাতিক মানের মুফতি বের হয়, আন্তর্জাতিক মানের আরবি ও বাংলা সাহিত্যিক বের হয়, যারা হবে ইসলামের জন্য আগামী দিনের নিবেদিতপ্রাণ কলম সৈনিক- এটাই আমাদের কামনা।।

‘এছাড়াও মজলিসে তালিমুস সুন্নাহ’র খানকা ও মাসিক ইসলাহি মজলিস অনুষ্ঠিত হবে মারকাজুত তারবিয়ায়।’

মসজিদে আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ সম্পর্কে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, আমার সবচেয়ে প্রিয় ওস্তাদ মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ দা.বা.-এর নামে এখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছি। যে হুজুর আমাকে পিতার স্নেহে শাসন করেছেন, স্নেহ করেছেন, দিয়েছেন মায়া-মমতা ও সঠিক পথনির্দেশনা।

‘আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতী আব্দুল মালেক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীরসাহেব দেওনা), মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুমসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে মারকাযের নিজস্ব ভবনে ছাত্রদের শিক্ষা কার্যক্রম শুরু হবে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ