আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট শুনানি ৮ সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার নওশের আলী মোল্লা। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আলম বাবর।
রিটকারীর পক্ষে আদালতকে জানানো হয়, সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির বিরুদ্ধে গত বছরের ২৮ নভেম্বর দুদক চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি হওয়া আবশ্যক। দুদকের পক্ষে জানানো হয়, সামীমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, এই অবস্থায় আদালত কোনো আদেশ না দিয়ে ৮ সপ্তাহের জন্য শুনানি স্থগিত রাখেন।
উল্লেখ্য, সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন ৭৯৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকার দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশনা চেয়ে গত ১২ জানুয়ারি রিট আবেদনটি করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক অর্থ ও হিসাব পরিচালক বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী চৌধুরী।
-এএ