ইবরাহিম শওকত: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন সমর্থিত সদ্য বিজয়ী কাউন্সিলর হাজী মুহাম্মদ ইবরাহীমের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সারুলিয়ার আমতলায় ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্থানীয়রা।
মানববন্ধনে তারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে তারা বলেন, ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা শুধু এই ওয়ার্ডই না আমাদের দেশের শত্রু।
মানববন্ধনে ওয়ার্ডের শান্তি-শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ৬৭নং ওয়ার্ডের আমতলায় কাউন্সিলর কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাংচুর হয়। কাউন্সিলরের নিজ বাসবভন ও তার নেতাকর্মীদের বাড়িতেও হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। বেশ কয়েকজনকে কুপিয়ে জখম ও বেধড়ক পিটিয়ে আহত করে তারা।
-এএ