আওয়ার ইসলাম: রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা চলাকালে গুলি ছোড়ার ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) আরিফুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক আব্দুল হক আসামিকে সাতদিন রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন।
তিনি আবেদনের উল্লেখ করেন, গত ২৬ জানুয়ারি ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন তার পিএস আরিফুল। তারা মিছিল নিয়ে দুপুর পৌনে ১টার দিকে ওয়ারী থানাধীন গোপীবাগের সামনের রাস্তায় গেলে মিছিলটি অবৈধ সমাবেশে রূপ নেয়।
এ সময় আরিফুল আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের লোকজনকে হত্যার উদ্দেশে পিস্তল দিয়ে সাত রাউন্ড গুলি ছোড়েন। আসামির দখলে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে কি না, তা জানতে আসামিকে রিমান্ডে নেয়া প্রয়োজন।
শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
এর আগে ৩০ জানুয়ারি হাতিরঝিল থানাধীন মহানগর প্রোজেক্টের ৮ নম্বর গেট থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আরিফুল ইসলামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির লাইসেন্স হিসেবে আরিফ নিজেকে মালিক দাবি করলেও এ সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলে জানায় পুলিশ।
ওই দিনই আরিফুল ইসলামের বিরুদ্ধে ডিবি পুলিশের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের এসআই এরশাদ হোসেন অস্ত্র আইনের মামলা করেন।
-এএ