সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


খালেদা জিয়ার নাইকো মামলার শুনানি ৩১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৩১ মার্চ ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার কেরানীগঞ্জের কারাভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

মামলাটির চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি। এ জন্য শুনানি পেছানোর আবেদন করেন আইনজীবীরা।

বেগম জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া গণমাধ্যমকে বলেন, শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে চুক্তির ক্ষেত্রে দুর্নীতি ও রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমের করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও আসামি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ