মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

দীনি শিক্ষা প্রাক-প্রাথমিক শিক্ষা হিসেবে নিশ্চিত করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

পীরে কামেল আল্লামা শাহ আলী আহমেদ বোয়ালভী রহ. হাতেগড়া চট্টলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান চন্দনাইশস্থ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ জোহর সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ এশা মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অধিবেশনে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেছেন, মুসলমানের ঈমানের শক্তি দূর্বল হওয়ায় সম্প্রতি সময়ে সমগ্র বিশ্বে মুসলমান নির্যাতন নিপীড়নের স্বীকার। বিশ্বব্যাপী বাতিলের সুক্ষ পরিকল্পনা রহিত করার জন্য মুসলিম জাতিকে ঐক্যবদ্ধভাবে হতে হবে। নারী জাতিকে ঈমান-আমল, ধর্মীয় জ্ঞাণসম্পন্ন করে গড়ে তুলতে পারলেই উন্নত জাতি গঠনে সহায়ক হবে। মুসলমান সন্তানদের জন্য দীনি শিক্ষা পাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করলে বিধর্মীয় সংস্কৃতি থেকে মুসলমানের সন্তানদের দুরে রাখা যাবে।

বক্তারা আরো বলেন, বর্তমানে নতুন নতুন ফিৎনার আবির্ভাব হতে চলেছে। সাধারণ মুসলমানকে ফিৎনা থেকে হেফাজত করার জন্য আলেম-ওলামা, তাবলিগী মেহনতের অগ্রণী ভুমিকা আরো জোরদার করতে হবে।

হিংসা, পরনিন্দা, গীবত থেকে দুরে সরানোর জন্য ধর্মীয় জ্ঞাণচর্চার বিকল্প নেই মন্তব্য করে বক্তারা আরো বলেন, মদ, জুয়া, মাদক, ইয়াবা ও ক্যাসিনোসহ নানা অপরাধ থেকে যুব-কিশোর সমাজকে বাঁচাতে আলেম ওলামাসহ সকল শ্রেণীপেশার মানুষকে প্রসাশনকে সহযোগিতা করতে হবে।

সভায় আলোচনা করেন জামিয়া পটিয়ার পরিচালক হাকীমুল ইসলাম মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী, মাওলানা মুফতি শামশুদ্দিন জিয়া, মাওলানা আবু তাহের সুনামগঞ্জী, মাওলানা মুফতি শামীম আল মামুন কাসেমী ফেনী, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা মোস্তফা বিন নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা কাজ্বী আকতার হুসাইন, মাওলানা আব্দুল হাকিম চন্দনাইশী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির, মাওলানা কারী নূরুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন আযহারী, মাওলানা হাফেজ মুছা, মাওলানা সৈয়দুল হক, মাওলারা নুরুল হক, মাওলানা নোমান জাহাঙ্গীর, মাওলানা মফজল আহমদ, মাওলানা আব্দুর রহীম চট্টগ্রাম, মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী ও মাওলানা আব্দুল আলিম প্রমুখ।

উল্লেখ্য যে, হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হয়। তাছাড়া তাহফীজুল কুরআন সংস্থার প্রতিযোগিতা, কিতাব বিভাগে কেন্দ্রীয়-আঞ্চলিক ও মাদরাসার বার্ষিক পরীক্ষায় গ্রেড মার্ক প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ