মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

মঙ্গলবার বাজিতপুর যাচ্ছেন শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসা, হিলচিয়া বাজার জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে ১২ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে হিলচিয়া বাজার বয়লার মাঠে এ মহতি মজলিস শুরু হবে।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে থাকবেন, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এতে বয়ান করবেন- মাওলানা মুফতি আতিকুল্লাহ (নরসিংদী), জামিয়া ইসলামিয়া মাযাহিরুল উলূম ভাগলপুরের মোহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সাত্তার।

মাওলানা আজিজুল হক ও মাওলানা রেজাউল করীমের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সারওয়ার আলম, হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাজহারুল ইসলাম (নাহিদ), গুরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল হক দৌলতপুরী।

মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার ইমাম কাম অডিটর ও হিলচিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান। এতে হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার সভাপতি মুফতি হুমায়ুন আইয়ুব শুভেচ্ছা বক্তব্য দিবেন।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে থাকবেন- বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাজিতপুর থানা শাখার সদর, মুফতি মোবারক উল্লাহ খান, মুফতি মুজিবুর রহমান রাহমানী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

মাহফিল এন্তেজাম কমিটি সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতি কামনা করেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ