সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা কোকোকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান নারীদের শিক্ষায় অগ্রগতি ও দাওয়াতে শূন্যতা

'নিজেদের অপকর্ম ঢাকতেই কিছু মানুষ কওমি মাদরাসা নিয়ে কুৎসা রটায়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

‘নিজেদের অপকর্ম ঢাকতেই কিছু মানুষ কওমি মাদরাসা নিয়ে কুৎসা রটায়’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে ময়মনসিংহ শহর থেকে দক্ষিণে জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচার, বৈদ্যুতিক গুম্বজ বিশিষ্ট মদিনা মসজিদে জুমার নামাজ পূর্বে তিনি এ মন্তব্য করেন।

জুমার নামাজের ইমামতি করেন দাওয়াতুল হকের আমির ও যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদরাসায় কোন জঙ্গি নেই এবং কখনো ছিলো না। যারা দেশকে অরাজকতা এবং সন্ত্রাস রাজ্য হিসেবে কায়েম করতে চায়, তারাই নিজেদের অপকর্ম এবং দোষগুলো ঢাকতে কওমি মাদরাসার ওপরে জঙ্গি অপবাদটি চাপিয়ে দেয়, তাদের বিরুদ্ধে কুৎসা রটায়।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে খুব সতর্ক আছেন, কওমি মাদরাসাকে স্বীকৃতি দিয়ে তিনি এর প্রমাণ দিয়েছেন।

এসময় তিনি অল্প কয়েকদিনের ব্যবধানে দেশের স্বনামধন্য তিনজন আলেম আল্লামা আশরাফ আলী, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ্ রহ.-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহের চরখরিচা উচ্চবিদ্যালয়ের মাঠে দুপুর ১টা হেলিকপ্টারযোগে অবতরণ করেন। ময়মনসিংহ পুলিশ প্রশাসনের একদল চৌকশ পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অফ অনার প্রধান করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ