সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

প্রাইভেট কারসহ ভুয়া র‌্যাব কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামান (৩২) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

গতকাল রোববার দিবাগত রাতে জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রকিবুজ্জামান কালকিনি থানার চরঠেঙ্গামারা এলাকার মুহা. মালেকুজ্জামানের ছেলে।

জানা যায়, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি টিম টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামানকে আটক করে।

পরে তার সঙ্গে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, তিন সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদী, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, একটি মোবাইল ফোন ও দুইটি সীমকার্ড উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, আটক আসামি মুহা. রকিবুজ্জামান নিজেকে সেনাবাহিনীর মেজর এবং র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়াও এলাকার সাধারণ জনগণের নিকট বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে তাদের জটিল সমস্যা সমাধানে প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

ওই অভিযোগের প্রেক্ষিতে রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামানকে আটক করা হয়। আটক আসামিকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ