মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না

নীলফামারীতে আসছেন আল্লামা আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের স্বাধীনতার প্রবাদ পুরুষ আল্লামা হুসাইন আহমাদ মাদানি রহ.-এর সুযোগ্য সন্তান আল্লামা আসজাদ মাদানির পদাভারে মুখরিত হচ্ছে এবার উত্তরবঙ্গের মাটি।

নীলফামারী জেলার ডোমার থানার ঐতিহ্যবাহী ইলমী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া রিয়াজিয়ার আমন্ত্রণে আগামী (২ফেব্রুয়ারি) রবিবার নীলফামারীতে আসছেন আসজাদ মাদানী।

মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য মাহফিলে বিপুল লোকের সমাগম টার্গেট করে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নীলফামারী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষ এ মাহফিলে উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কমিটি।

মাওলানা আসজাদ মাদানীর আগমনকে ঘিরে ইতোমধ্যেই এলাকাবাসীর মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাওলানা মুহিউদ্দীন জুলফিকার। মাহফিলটি ২ ফেব্রুয়ারি বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

আসজাদ মাদানি ছাড়াও মাহফিলে অন্যদের মধ্যে আলোচনা করবেন ঢাকা আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল বাহাউদ্দীন যাকারিয়া ও মোহাম্মদপুর বাইতুস সালাম মসজিদের খতিব ও বারিধারা মাদরাসার মুহাদ্দিস হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।

মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার পৃষ্ঠপোষক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।মাহফিলে যোগদানের উদ্দেশ্যে আল্লামা মাদানি মাহফিলের পূর্বেই নীলফামারীতে পৌঁছে তার বাবা মাওলানা হুসাইন আহমদ মাদানীর খানকায় অবস্থান করবেন। সেখান থেকে পরবর্তিতে মাহফিলে যোগ দিবেন বলে জানা যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ