সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

চাটখিলে আলেমদের উদ্যোগে দুই দিনের মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর চাটখিলে উলামায়ে কেরামের উদ্যোগে খিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। ২৫ ও ২৬ জানুয়ারি শনি ও রবিবার এই মাহফিল অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি মাওলানা আব্দুল আজিম।

খিলপাড়ার আলেমদের তত্ত্বাবধানে দুই দিনের এই তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন তাফসির পেশ করবেন মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা খুরশিদ আলম কাসেমী ও মাওলানা মুফতী আছেম।

দ্বিতীয় দিন তাফসির পেশ করবেন- আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আশেকে এলাহী উজানী, মাওলানা সিবগাতুল্লাহ নূরী, মাওলানা মাহমুদুল হাসান গুনভী।

মাহফিলের প্রথম দিন প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন খিলপাড়া ইসলামিয়া কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা নাসির খাঁন। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করবেন গোমাতলী জামিয়া আশরাফিয়ার মুহতামিম মাওলানা খোরশেদ আলম।

মাহফিলে দ্বিতীয় দিন প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন নাহারখিল দারুল মাআরিফ কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন খিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম।

উল্লেখ্য, নোয়াখালী চাটখিল থানার খিলপাড়া অঞ্চলের প্রায় ৫০টি মাদরাসার ছাত্র-শিক্ষকদের ব্যাপক অংশগ্রহণে আলেমদের উদ্যোগে সবচেয়ে বড় মাহফিল হিসেবে সবার কাছে বহুল পরিচিতি লাভ করে আসছে মাহফিলটি। খ্যাতিমান আলেমদের তত্ত্বাবধানে এটা খিলপাড়া ষষ্ঠতম তাফসিরুল কুরআন মাহফিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ