সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


আওয়ামী লীগ জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করছে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করছে। আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেষ্টা করছে। মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য।

শুক্রবার (২৪ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসভবনে আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বিশেষ যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত ১০ বছরে অগ্রযাত্রার প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, এখন বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। তার সরকার এরই মধ্যে দেশের দারিদ্র্যহার ২০ দশমিক ৫ ভাগ নামিয়ে আনতে সক্ষম হয়েছে। দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য সরকার ব্যাপক কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উদ্যোগ নিয়েছে। মুজিববর্ষ ঘিরে মানুষের উৎসাহ বৃদ্ধি পাচ্ছে- সেটা বোঝা যাচ্ছে।

এর আগে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এদিন দলের নবনির্বাচিত নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও যৌথসভায় যোগ দিতে টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ