সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


৩০ মের মধ্যে ঝুলন্ত তার না সরালে বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ মের পর থেকে রাজধানীর ছয় এলাকায় ঝুলন্ত তার অপসারণ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এলাকাগুলো হলো- মহাখালী ডিওএইচএস, গুলশান সোসাইটি, নিকেতন সোসাইটি, মতিঝিল, বনানী ও কারওয়ানবাজার।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ইন্টারনেট এবং ডিশ লাইন সরবরাহকারীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

ওই বৈঠকের পর সন্ধ্যায় প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা শহরে আর কোন ঝুলন্ত তার থাকবে না। প্রথমে ছয়টি এলাকা হলেও পরবর্তীতে ঢাকার অন্য এলাকা থেকেও ঝুলন্ত তার অপসারণ করা হবে।’

প্রতিমন্ত্রী বৈঠকে বলেন, ‘এই পাঁচটি জোনে আগামী ৩০ মের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করতে হবে। বিতরণ সংস্থাগুলোকে সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। আগামী ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট কমিটি আরও ৫টি জোন নির্ধারণ করবেন। যেখান থেকে দ্রুত ঝুলন্ত তার অপসারণ করা হবে। এ সময় তিনি দ্রুত কাজ করে ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধিতে সকলের সহায়তা চান।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিদ্যুতের পোলে বিভিন্ন সংস্থার ঝুলন্ত তার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। শহরের সৌন্দর্য হানি ঘটাচ্ছে। প্রধানমন্ত্রীর রূপকল্প- ২০৪১ অনুসারে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। দেশের শহরগুলো উন্নত দেশের মতোই হতে হবে। তাই দ্রুত ওভারহেড তার ভূগর্ভস্থ করা প্রয়োজন।’

সভায় এনটিটিএন (ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), রাজউকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মতবিনিময় করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ