সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


হাফেজ্জী হুজুর রহ-এর কবর জিয়ারত করলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাতপাখা প্রতীকে দলীয় মেয়র পদপ্রার্থীদের পক্ষে এবার প্রচারে নেমেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ শুক্রবার সকাল ১১টায় তিনি কামরাঙ্গীরে মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর কবর জিয়ারত করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

পরে কামরাঙ্গীর চরের ঝাউচরে পথসভায় বক্তব্য দেন এবং লালবাগ শাহি মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেল সাড়ে ৩টায় ঢাকা আলিয়া মাদরাসা মাঠের পথসভায় অংশ নেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানসহ দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজ বাদ মাগরিব জুরাইন রেলগেটে অনুষ্ঠিতব্য পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ