আওয়ার ইসলাম: ভোট থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে সংক্ষিপ্ত এক পথসভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
তাবিথ আউয়াল বলেন, ৩২৫ কিলোমিটার হেঁটে মা-বোনের কাছে দোয়া চেয়েছি। তারাও আমাকে সমর্থন দিয়েছে। এই শহরে অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। তার সুষ্ঠু তদন্ত করে এর বিচার করা হবে। তারা চেষ্টা করছে ভোট থেকে আমাদের সরিয় দেয়ার জন্য। এজন্য তারা হামলাও করছে। কিন্তু ভোটের মাঠ থেকে আমরা পিছু হটবো না।
তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সরকার ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তারা ভয় পেয়ে গেছে।
আইনশৃঙ্ক্ষলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, পুলিশ ভাইয়েরা জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবেন না। আপনারা জনগণের সেবক। তাই নিরপেক্ষ হয়ে কাজ করুন।
-এএ