শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

জাবির মাহমুদের 'মেঘের বাড়ি দেব পাড়ি' সমাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ আসছে তরুণ ছড়াকার ও কবি জাবির মাহমুদের শিশুতোষ ছড়াগ্রন্থ ‘মেঘের বাড়ি দেব পাড়ি’। বইটি বের করেছে নাশাত পাবলিকেশন। বইটি মেলায় বাংলার প্রকাশন স্টলে পাওয়া যাবে। এছাড়াও বাংলাবাজার ইসলামি টাওয়ারের মাকতাবাতুন নুরেও পাওয়া যাবে।

বইটি সম্পর্কে কবি ও গল্পকার সাইফ সিরাজ লিখেছেন, ‘জাবির মাহমুদের ছড়া পড়তে পড়তে নিজের স্মৃতি আর ঐতিহ্যের গহীনে ডুবতে থাকবেন আপনি। শব্দ আর বাক্যের বুননে দোলে ওঠবে চৈতন্য। আবেগ-অনুভবে নামবে হারিয়ে পাওয়ার শিহরণ।

প্রতিটি ছড়াই সম্ভাবনার নতুন একটি দুয়ার। ফুলের ডালে পরী নাচিয়ে কর্পোরেট পৃথিবীর হেমন্তকে মেকি বলে প্রকৃতির বিপর্যয়ে আপনার দৃষ্টি আটকে দেওয়ার মুন্সিয়ানা দেখিয়েছেন ছড়াকার। লাঙল, জোয়াল, ঢেকি অনুষঙ্গ হয়েছে তার ছড়ার; অনুষঙ্গগুলো আপনার ভেতরের সুখস্মৃতিকে রোমন্থিত করবে। শিশু-কিশোরের মন ও মননকে অনুসন্ধিৎসু করবে। আনন্দ দিবে নিখাঁদ।

প্রেম, হাহাকার, ঐতিহ্য, আনন্দ ইত্যাদি মিলিয়ে জাবির মাহমুদের এই প্রয়াস আমাদের শিশু-কিশোর প্রজন্মকে আন্দোলিত করবে। নিশ্চয়তা দিচ্ছি বড়রাও ঠকবেন না এই ছড়াগুলো পাঠে। পাঠশেষে বলবেন, ‘এভাবেও ভাবা যায়! এইরকমও বলা যায়!’

তরুণ ছড়াকারের জন্ম ২০০০ সালের ১০ অক্টোবর, মানিকগঞ্জের বাড়াই ভিকরা গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে তাকমিল জামাতে (মাস্টার্স) অধ্যয়নরত। তিনি ছড়া লিখলেও পাশাপাশি ছোটগল্প, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ লিখছেন নিয়মিত।

এক নজরে বই-

বই: মেঘের বাড়ি দেব পাড়ি
লেখক: জাবির মাহমুদ
প্রকাশক: নাশাত পাবলিকেশন
প্রচ্ছদ: হামীম কেফায়েত
প্রচ্ছদ মূল্য: ৯০ টাকা
পৃষ্ঠা: ৪৮

রকমারি ডটকম থেকে বইটি প্রি অর্ডার করতে ক্লিক করুন  অথবা ফোন করুন  ১৬১৯৭

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ