সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, বন্ধ শাটল ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে শাটল ট্রেন। আজ বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা নগরীর ষোলশহর স্টেশন অবরোধ করে রাখে।

এর আগে সংঘর্ষের ঘটনায় গতকাল মধ্যরাতে চবির দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহা. ইলিয়াস জানান, আমাদের (বিজয় গ্রুপ) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে আজ সকাল থেকে চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠক সিএফসি গ্রুপ ও বিজয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিনজন আহত হন। পরে বিজয় গ্রুপের ওপর হামলার অভিযোগে সিএফসি গ্রুপের নেতা রেজাউল হক শামিমকে গ্রেপ্তারের দাবিতে অবরোধের ডাক দেয়া হয়।

হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম জানান, বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে যাদের নামে মামলা আছে, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আটক ২০ জনের মধ্যে সিফসি গ্রুপের ১২ জন ও বিজয় গ্রুপের ৮ জন নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ