সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

পটিয়ার হরিণখাইন তা’লীমুল কুরআন ও খরনা মাদরাসার বার্ষিক মাহফিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন তা’লীমুল কুরআন মাদরাসা ও খরনা ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা আগামী (২৪জানুয়ারি) শুক্রবার পৃথকভাবে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বার্ষিক সভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা মাহাবুবুল মান্নান ও মাওলানা হাফেজ সরওয়ার কামাল।

হরিণখাইন তা’লীমুল কুরআন মাদরাসার মাহফিলে প্রধান মেহমান হিসেবে থাকবেন, জামিয়া বাবুনগর মাদরাসার পরিচালক মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা ও জামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।

এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনা করবেন- জামেয়া পটিয়ার সাবেক শিক্ষাসচিব মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া, জামিয়া দারুল হেদায়ার মুহতামিম মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী, জামিয়া নানুপুরের শায়খুল হাদিস মাওলানা কুতুব উদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, চট্টগ্রাম জামিয়া মোজাহেরুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল জব্বার ও চন্দনাইশ জয়নুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা সিরাজুল হক প্রমুখ।

এদিকে খরনা ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভায় জামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি জসিম উদ্দীন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও মাহফিলে  বক্তৃতা করবেন- জামিয়া পটিয়ার প্রধান আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ, মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া, বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা শফি কাসেমী, জামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলানা আবু তাহের নদভী, নানুপুর ওবাইদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনোয়ার হোসাইন আল আজহারী ও মাওলানা আবদুল জব্বার।

মাওলানা মোস্তাক আহমদ ও মাওলানা হাফেজ আইয়ুব ধর্মপ্রান মুসলমানের প্রতি যথাসময়ে সভায় উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ