আওয়ার ইসলাম: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হলে কীভাবে কর আদায় করবেন- সেই পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার রাজধানীর বকশীবাজারে একটি ব্যবসায়িক সম্মেলনে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা জানান।
তাপস বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের একজন যোগ্য ও দক্ষ সেবক নির্বাচিত করবে, যার মাধ্যমে তাদের মৌলিক সেবাগুলো নিশ্চিত হবে। এলাকাবাসীর জন্য যে চিন্তা করবে, পরিকল্পনা করবে এবং ঢাকাবাসীকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবে।
কর আদায় নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, কোনো রকম কর বৃদ্ধি করা হবে না। বরং এখানে কর সমন্বয়ের প্রয়োজন রয়েছে যাতে করে ব্যবসায়ীরা কোনোরকম ভাবে যাতে হয়রানির সম্মুখীন না হয়।
দক্ষিণ সিটি কর্পোরেশনকে (ডিএসসিসি) দুর্নীতিমুক্ত করে গড়ে তুলবেন জানিয়ে দক্ষিণের এই মেয়রপ্রার্থী বলেন, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো যাতে করে কর আদায়গুলো সহজলভ্য হয়। শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স নয়, আরও অনেক সুবিধা দেয়ার সুযোগ রয়েছে ব্যবসায়ীদের। সেটার আওতায় রাজস্ব আহরণ আমি বিশ্বাস করি অনেকাংশে বৃদ্ধি হবে।
তিনি বলেন, যানজট নিরসনের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নেবো। সেজন্য আমরা ঢাকার যাতায়াত ব্যবস্থা ঢেলে সাজাবো। সড়কগুলো কাযর্কর এবং উন্নত হবে। কিছু সড়কে ধীর গতির যানবাহন চলবে, অন্য সড়কে দ্রুত গতির যানবাহন চলবে। কোনো সড়কে মানুষ হেঁটে চলাচল করবে, আবার কোনো সড়কে ঘোড়ার গাড়ি চলবে। পৃথিবীর কোথাও এক সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে না। আমাদের এখানে এটা থাকায় একটি অচলাবস্থা তৈরি হয়েছে। সুতরাং এখানে একটি সমন্বয় দরকার, একটি সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার।
পুরান ঢাকার দূষণ বিষয়ে তিনি বলেন, আমাদের ঢাকা বায়ু দূষণে আক্রান্ত। সুতরাং আমরা পাঁচ ভাগে যে রূপরেখা দিয়েছি। সেখানে সুন্দর ও উন্নত ঢাকার রূপরেখা রয়েছে। আমরা ঢাকায় সবুজায়ন করব। আশা করি পাঁচ বছরের মধ্যে একটি সুন্দর উন্নত ঢাকা উপহার দিতে পারবো।
-এএ