বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

'ইসলামি শ্রমনীতি ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম।

তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। শ্রমিকদের শ্রমের উপরে প্রতিষ্ঠিত আজকের সভ্যতা ও সংস্কৃতি। সুতরাং তাদের অবহেলিত রেখে সমাজ ও রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়।

আজ বুধবার বিকেলে ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী শ্রমিক আন্দোলন ময়মনসিংহ জেলা ও উত্তর দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।

মুফতি ফয়জুল করীম বলেন, ইসলাম বহির্ভূত শাসন ব্যবস্থার কারণে সমাজ ও রাষ্ট্রে ঘুষ, দুর্নীতি, খুন, গুম, ধর্ষণ, অনৈতিকতা, নৃশংসতা বেড়েই চলেছে। ইসলামি মূল্যবোধ সম্পন্ন আইনের শাসন প্রতিষ্ঠা ও খোদাভীরু নেতৃত্বের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব।

তিনি আরো বলেন, এক সময় আমরা বাংলাদেশ থেকে বিদেশে অনেক কিছু রপ্তানি করতাম, এখন আমদানি করি। কিন্তু রপ্তানি করতে পারি না, এর মূল কারণ হলো দেশের দুর্নীতি ও দুঃশাসন।

এসময় মাদকের পাশাপাশি সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধেও সরকারকে যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

ছাত্র আন্দোলন শহর শাখার সভাপতি আরিফ খান জুয়েলের সঞ্চালনা ও ইসলামী শ্রমিক আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোল বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা.মো.নাসির উদ্দিন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মামুনুর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি গোলাম মাওলা ভুইঁয়া, শ্রমিক আন্দোলন ময়মনসিংহ বিভাগের, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান তরফদার, ইসলামী আন্দোলন মহানগর শাখার সভাপতি মুফতি মো.ইয়াকুব সাইদ, ময়মনসিংহ উত্তর জেলা শ্রমীক আন্দোলনের সভাপতি মো. হুমায়ুন আল-হাদী, ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, যুব আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, যুব আন্দোলন ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ আমিনী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এইচ এম. হুজাইফা প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ