সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ট্রেনচলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভূগঞ্জ রেলস্টেশন অদূরে জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে ময়মনসিংহ থেকে নেত্রকোনা, জারিয়া এবং চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

ট্রেনটি জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দ্যেশে যাচ্ছিল বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারেন্টেন্ড জহুরুল ইসলাম জানান, বিকেল সোয়া ৪টার দিকে জারিয়া লোকাল ট্রেনটি শম্ভূগঞ্জ রেলস্টেশন ক্রস করার সময় ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তখন থেকেই নেত্রকোণা, জারিয়া এবং চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস। তিনি জানান, দুপুর ২টার দিকে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল ট্রেন শম্ভুগঞ্জ স্টেশন পার হওয়ার পর কাটা পয়েন্টে আসলে ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস। অপরদিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে আটকা পড়ে আছে। ট্রেনটি ময়মনসিংহ থেকে রাত সাড়ে আটটায় চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ