শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

আল্লামা বাবুনগরী রচিত বই 'তাওহিদ ও শিরক' এর মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ জামেয়া আহলিয়া হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী রচিত আরবি বই 'তাওহিদ ও শিরক' এর মোড়ক উন্মোচন শুক্রবার ঢাকার মাতুয়াইল আলনূর এডুকেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আলনূর কালচারাল সেন্টার 'তাওহিদ ও শিরক' বইটি প্রকাশ করে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ঈমান ও তাওহিদ মুসলিম অস্তিত্বের ভিত্তিমূল। তাওহিদের প্রতি নিবেদিত আমাদের জীবন ও মরণ। 'তাওহিদের প্রতি আহ্বান ও শিরক থেকে সাবধান' এই কর্মসূচিতে বিশ্ব মুসলিম এক ও অভিন্ন।

বইটি প্রকাশের জন্য মাওলানা বাবুনগরী আলনূর সেন্টারকে ধন্যবাদ জানিয়ে এর উত্তোরত্তর সফলতা কামনা করেন।

আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন, বাংলাদেশী উলামা ও আরবি সাহিত্যিকদের রচনা আরব দেশে উল্লেখযোগ্যহারে পৌঁছেনি। এই শুন্যতা পূরণে আলনূর সেন্টার এ উদ্যোগ নিয়েছে। আল্লামা বাবুনগরীর বই প্রকাশের মাধ্যমে এর উদ্বোধন হল। হজরতের দোয়া ও সকলের সহযোগিতায় এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এতে সভাপতিত্ব করেন আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক মুফতি সালমান। মুখ্য আলোচক ছিলেন আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

এছাড়াও উপস্থিত ছিলেন- উত্তরা দারুল ইরফান পরিচালক মাওলানা রাকিবুর রহমান, মাদরাসাতুল মাআরিফ ঢাকার ভারপ্রাপ্ত মুদির মাওলানা খালেদ সাইফুল্লাহ, দ্বীনিয়াত বাংলাদেশের সহকারী পরিচালক মাওলানা আবু আদনান নোমান কাসেমী প্রমুখ। প্রধান অতিথিকে অভিনন্দনপত্র প্রদান করেন মাওলানা ফরহাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ