সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


'প্রতিটি নির্বাচনে প্রতারণার নতুন নতুন পদ্ধতি বের করে ইসি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিটি নির্বাচনে প্রতারণার নতুন নতুন পদ্ধতি বের করে আসছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে ইসি প্রতিটি নির্বাচনে প্রতারণার নতুন নতুন পদ্ধতি বের করে। সরকার ও ইসি ছাড়া ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ কেউ চাইছে না।

গতকাল বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে শাহদীন মালিক এ কথা বলেন।

বৈঠকে তিনি বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি নির্বাচনে যে প্রধান চার প্রতিদ্বন্দ্বী, তারা বিকট ধরনের কোটিপতি। ঢাকা সিটি করপোরেশনে একজন ব্যতীত কারও রাজনৈতিক অভিজ্ঞতা নেই। কিন্তু চার জনেরই কমন ফ্যাক্টর হলো কোটিপতি। তিনি বলেন, বর্তমানের গণতন্ত্র হয়েছে কোটিপতির গণতন্ত্র। আর সৎপথে কোটি টাকা বাংলাদেশে আয় করা যায় না। অসৎপথে করতে হয়। তাই তর্ক হতে পারে কে কতটা অল্প অসৎ, বেশি অসৎ ইত্যাদি।

বিশিষ্ট এই আইনজীবী বলেন, কোটিপতিদের জন্য দুঃখ-দুর্দশা, গরিবের জন্য কথা বলাটা অনেক সহজ। কারণ এই দুঃখ-দুর্দশা তাদের গায়ে লাগে না। সো আমরা কোটিপতিদের একটা প্রচারমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এতে দেশে যে গণতন্ত্রহীনতা, সেটা আরও সুদৃঢ় হবে।

ভোটে ইভিএম চালুর বিরোধিতা করে তিনি বলেন, এটা ক্ষমতাসীনদের ভোট কারচুপির নতুন পন্থা। এ সিটি নির্বাচন হয়ে গেলে আমরা বুঝে উঠতে পারব প্রতারণার বিষয়টি। আমি মোটামুটি সম্পূর্ণ নিশ্চিত আগামী জাতীয় নির্বাচনে প্রতারণার আরেক পদ্ধতি আসবে। ইভিএম এই ইসি ও সরকার চাচ্ছে। নিঃসন্দেহে এর পেছনে কোনো সৎ উদ্দেশ্য, নাগরিকদের ভোট, গণতন্ত্র, কোনো কিছু থাকতে পারে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ