সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


রাজনৈতিকভাবে হেয় করতেই ভুয়া মামলা সচল করেছে সরকার: ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুদকের মামলায় অভিযোগপত্র গ্রহণ ও বিচার শুরু হওয়ার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এটা ওয়ান ইলেভের সময়ে করা মামলা। জাতীয় নির্বাচনে মনোনয়ন জমা দিলে সরকার এ মামলা নাড়াচাড়া শুরু করে। তবে আমি এতে ভীত নই। রাজনীতি করবো- জেল হবে না, মামলা হবে না, বাংলাদেশে কি এটা হয়?

গতকাল বুধবার সন্ধ্যায় বাংলামটর এলাকায় গণসংযোগকালে সাংবাকিদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখেই সরকার ভুয়া মামলা নিয়ে নাড়াচাড়া শুরু করেছে। রাজনৈতিকভাবে হেয় করতেই সরকার এক-এগারোর মামলা সচল করছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় সব দলের নেতা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের মামলা হয়েছে। কিন্তু এ সরকার ক্ষমতায় আসার পর তাদের দলীয় নেতা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা গায়েব করে ফেলা হয়েছে। অন্যদিকে আমাদের দলের নেতাদের মামলা একটিভ করেছে।

অপর এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, মামলাটি অবশ্যই রাজনৈতিক। রাজনৈতিক উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। ২০০৮ সালে আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছিল আমার সব উইল স্টেটমেন্ট দেওয়ার জন্য। তখন আমি ছাত্র। পড়াশোনা করতে দেশের বাইরে ছিলাম। আমি নোটিশটা পাইনি। সেটার জন্য মামলা দিয়েছে, অন্য কিছু নয়। সে মামলা নিয়ে আজকে এসে তারা নাড়াচাড়া করছে। আমি বলবো যে এগুলো করে কোনো লাভ নেই। এতে আমি বিন্দুমাত্র বিচলিত নই। এগুলো আমি কোনো বাধাই মনে করছি না।

তিনি বলেন, এ মামলা দায়ের হয়নি। আজকে আমার একটা হাজিরা ছিলো। মামলা দায়ের হয়েছিল ২০১০ সালে। নোটিশ জারি হয়েছিল ২০০৮ সালে। এটা নতুন কিছু নয়। আমি আমার হলফনামায় লিখে দিয়েছি মামলা আছে।

ইশরাক হোসেন বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকেও ভুয়া মামলায় আটকে রাখা হয়েছে। এক-এগারোর সময় আওয়ামী লীগ নেতা ও তাদের পরিবারের সদস্যদের মামলা নিজেদের পক্ষে শেষ করলেও আমাদেরগুলো সচল রাখে। এটা রাজনৈতিক প্রতিহিংসা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ