সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


কাদিয়ানী নিষিদ্ধ ও হামলাকারীদের গ্রেপ্তার করুন: ছাত্র জমিয়ত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া মাদরাসা ছাত্রদের উপর কাদিয়ানি সন্ত্রাসীদের নির্মম হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ৷

আজ বৃহস্পতিবার সংগঠনের প্রচার সম্পাদক মাহফুজ ইয়ামিন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, মাদরাসা দখলের উদ্দেশ্যে ইসলাম, মুসলমান ও নবির দুশমন কাদিয়ানীরা ছাত্র ও আলেমদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তা কোনভাবেই বরদাশত করা যায় না।

এ অমানবিক হামলার দায়ে জড়িত সন্ত্রাসী কাদিয়ানীদের অনতিবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় না আনলে মাদরাসা শিক্ষার্থীরা ফুঁসে উঠবে৷ তিনি আরো বলেন, কাদিয়ানীরা কোনভাবেই মুসলিম নয়৷ তারা বিধর্মী ৷ তারা দারিদ্রপীড়িত, অসহায় ও সরলমনা মুসলমানদের ঈমান হরণ করে চলছে ৷ তাদের বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া ঈমানের দাবী৷ তারা ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে এদেশে বসবাস করবে৷ আমরা সরকারের কাছে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার জোর দাবী জানাচ্ছি৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ