সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা সময়ের দাবি: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানীরা ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুয়ত মাদরাসার শিক্ষার্থীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি জানান, দেশের সংখ্যাগরিষ্ট মুসলমানদের উপর কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা পরিকল্পিতভাবে হামলা করেছে। দিন দিন তাদের আস্ফালন ও চক্রান্ত বেড়ে চলছে। এ জঘন্য হামলা কখনো মেনে নেয়া যায় না।

তিনি বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় ধর্মপ্রাণ মুসলমান তীব্র আন্দোলন গড়বে।

বিবৃতিতে আমিরে হেফাজত বলেন, কাদিয়ানীদের সাথে আমাদের ব্যক্তিগত কোন বিরোধ নেই।কাদিয়ানীরা মুসলিম উম্মাহর সম্মিলিত সিদ্ধান্ত মতে কাফের। তারা কখনোই মুসলিম পরিচয়ে এ দেশে থাকতে পারে না। আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি কাদিয়ানী সম্প্রদায়কে অন্যান্য মুসলিম রাষ্ট্রের ন্যায় আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমি মনে করি, তাদের অমুসলিম ঘোষণা সময়ের অপরিহারর্য দাবি ও জনসাধারণের প্রাণের আকাঙ্খা।

তিনি আরও বলেন, আহমদী তথা কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে এদেশে বসবানস করায় সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে। তাদের কৌশলী মিথ্যা দাওয়াতে সরলমনা মানুষ ঈমানহারা হচ্ছে। মিথ্যুক গোলাম আহমদ ও তার অনুনসারীদের বিরুদ্ধে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগতভাবে দেশব্যাপী সচেতনতা তৈরি করা সময়ের দাবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ