শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

লেখকদের সম্মানে পিঠাপুলি উৎসব ও ভিপি বশিরকে সম্মাননা দেবে আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল নির্বাচনে আওয়ার ইসলামের সাবেক বিশেষ প্রতিনিধি বশির ইবনে জাফর ভিপি নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করবে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।পাশাপাশি লেখকদের সম্মানে থাকছে পিঠাপুলি উৎসব।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠান হবে আগামীকাল ১৪ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর মুগদার আওয়ার ইসলাম অডিটোরিয়ামে। প্রতিভাবান লেখক ও সম্পাদকদের উপস্থিতিতে সান্ধ্যকালীন এ অনুষ্ঠানে থাকবে হামদ, নাত, কবিতা আবৃত্তি, আড্ডা-আলোচনাসহ নানা আয়োজন।

এতে অথিতি হিসেবে উপস্তিত থাকবেন- বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু, কবি ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর, এক্সিম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট একিউএম ছফিউল্লাহ আরিফ, নন্দিত লেখক ও অনুবাদক মুজাহিদ হুসাইন ইয়াসিন, মাদানী কুতুবখানার কর্নধার মুফতি আমিমুল ইহসান, বার্তা টোয়েন্টিফোর ডটকমের ইসলাম বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, লেখক ও অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দিক, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম, ইসলাম প্রতিদিনের সম্পাদক মিরাজ রহমান, মিডিয়া ব্যক্তিত্ব গাজী মোহাম্মদ সানাউল্লাহ রাহমানী, মারকাজুল ফুরকান আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ, মাওলানা কাওছার বাঙালী, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, লেখক জাকারিয়া মাহমুদ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট রকমারি ডটকমের এহসানুল হক, মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল, মুফতি নুরুল আলম ইসহাকী, মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির, দাওয়াতুল হকের প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা রিদওয়ান হাসান, লেখক ও অনুবাদক কামরুল হাসান নকীব, হালাল মিডিয়ার পরিচালক কবি সুলাইমান সাদী প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব ভিপি বশির ইবনে জাফরকে সম্মাননা প্রদান প্রসঙ্গে বলেন, আওয়ার ইসলামের বিশেষ প্রতিনিধি হিসেবে বশির ইবনে জাফর সুনামের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। বর্তমানে সে মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটিতে ভিপি নির্বাচিত হয়ে বিদেশের মাটিতে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা আওয়ার ইসলাম পরিবার তার এ সাফল্যে গর্বিত। অনুষ্ঠিতব্য আয়োজনে বশিরকে এ পরিবারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে।

লেখকদের সম্মানে পিঠাপুলি উৎসব নিয়ে তিনি বলেন, আমাদের দেশে শীত মানেই পিঠাপুলির উৎসব। ক্ষীর আর পায়েস খাওয়ার ধুম। শীতে পিঠাপুলি বাঙালির আদি ঐতিহ্য। গ্রামবাংলার রসাল পিঠা-পায়েস সবাই মিলে একসাথে খাবার রীতি অনেকটাই কমে গেছে। এ কারণে তরুণ প্রজন্মের প্রতিভাবান লেখকদের মধ্যে ভালোবাসা বিনিময়ের একটি উপলক্ষ হিসেবে আমাদের এ আয়োজন। আশা করি, লেখিয়ে বন্ধুরা সকলেই সবান্ধবে উপস্থিত হবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ