রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


বিশ্ব ইজতেমা উপলক্ষে ১২ জানুয়ারি চলবে না সুবর্ণ এক্সপ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা উপলক্ষে ১২ জানুয়ারি (রোববার) সুবর্ণ এক্সপ্রেস ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে সোমবার (১৩ জানুয়ারি) সাপ্তাহিক বন্ধের দিন হলেও ওইদিন ট্রেনটি চলাচল করবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সু্বর্ণ ছাড়া অন্যান্য ট্রেনের শিডিউল আগের মতোই থাকবে।

সূত্র জানায়, সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল সাতটায় চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একই ট্রেন বিকেল তিনটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু নতুন সূচিতে ১০ জানুয়ারি থেকে ট্রেনটি সকাল সাতটায় চট্টগ্রাম থেকে ঢাকা এবং একই দিন বিকেল সাড়ে চারটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ জানুয়ারি (রোববার) সুবর্ণ এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেনের শিডিউলে কোনো পরিবর্তন নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ