রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমন আস্থা সরকার ও নির্বাচন কমিশন অর্জন করতে পারেনি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ।

সোমবার (৬ জানুয়ারি) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা এবং কাউন্সিলর প্রার্থীদের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও ভোটাররা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন। ফলে সিটি নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না। অন্তত এই নির্বাচনে সমতল মাঠ নিশ্চিত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে এনে এর মর্যাদা রক্ষা করা উচিত।

ইসিকে সতর্ক করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে জনগণের মুখোমুখি দাঁড় করালে ইতিহাসের আস্তাঁকুড়ে নিক্ষিপ্ত হবেন।

দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, নির্বাচন কমিশন সকল দলের সাইনবোড, বিলবোর্ড ও পোস্টার অপসারণের কথা বলছে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদের বিলবোর্ড এখনও শোভা পাচ্ছে। ইসি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না দিনয়ে পক্ষপাতমুলক আচরণ করছে। এতে বুঝাই যাচ্ছে নির্বাচন কতটুকু স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, সমাজে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত না থাকায় জনজীবন আজ বিপর্যস্ত। সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবি, আইনজীবীসহ প্রায় সকল পেশাজীবী শ্রেণী স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় সকলক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে।

মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ঢাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত করে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, স্মার্ট ঢাকা গড়তে হলে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ