বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ. এর সহধর্মীনির জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বড় সাহেবজাদা মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.এর সহধর্মীনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় রাজধানীর কামরাঙ্গীর চরে নূরিয়া মাদরাসা ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন হযরত হাফেজ্জী হুজুর রহ. ছোট সাহেবজাদা বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

জানাজায় উপস্থিত ছিলেন- মাওলানা আবু তাহের মেসবাহ, মুফতি আব্দুল মালেক, শায়খুল হাদিস সুলাইমান নোমানী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মাওলানা শেখ আজীমুদ্দিন, মাওলানা সফির উদ্দিন শিশু হুজুর, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মুসা বিন ইজহার, হাফেজ খালেদ, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা যোবাইর, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আশরাফ পাহাড়পুরীসহ বহু ওলামায়ে কেরাম।

এর আগে রোববার রাত ১২টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৬৬ বছর বয়সে তিনি ইন্তকাল করেন। মৃত্যুকালে তিনি তার পরিবারে অসংখ্য হাফেজ-আলেমসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ছিলেন, ধর্মীয় সকল গুনে গুনান্বিত এক মহিয়সী নারী। মুসলিম নারীদের জন্য অনুসরনীয় ও এজন আদর্শ পথনির্দেশিকা। যার কাছ থেকে ধর্মীয় তালিম-তরবিয়ত গ্রহণ করেছেন শত শত মুসলিম নারী।

তিনি হাফেজ মাওলানা ওলিউল্লাহ ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর মা ও বাংলার নন্দিত ইসলামী সাহিত্যিক মাওলানা আবু তাহের মেসবাহ এর শাশুড়ী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ